ঢাকা | বঙ্গাব্দ |

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের মূল বিষয় হবে দ্রুত নির্বাচন : আমীর খসরু

  • নিউজ প্রকাশের তারিখ : May 24, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজকের বৈঠকের মূল বিষয় হবে দ্রুত নির্বাচন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় ডিএসই টাওয়ার আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে যাব, বাংলাদেশ সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে, কিভাবে আমরা একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরে আসব দ্রুত সময়ে—এটাই হচ্ছে মুখ্য বিষয়। এটার ওপর আলোচনা থাকবে।


এটা হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় আগ্রহের বিষয়।’
তিনি আরো বলেন, ‘আমরা কত দ্রুত একটি গণাতিন্ত্রিক অর্ডারে ফিরে যাব—সেটা হচ্ছে মুখ্য বিষয়। আর এর সমাধান তো একটাই, গণতান্ত্রিক অর্ডারে যেতে হয় নির্বাচনের মাধ্যমে। নির্বাচন ব্যতীত সেটি সম্ভব নয়।


এটিই মুখ্য বিষয়। আমি নিশ্চিত যে এটার ওপর আমাদের আলোচনা হবে আজ।’
বর্তমানে দেশে একটা সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে—এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘কোথায় সংকট? আমি কোনো সংকট দেখি না।’

প্রধান উপদেষ্টা পদত্যাগের গুঞ্জন প্রশ্নে তিনি বলেন, ‘এগুলো কোনো আলোচনার বিষয় নয়।


আলোচনার বিষয় হচ্ছে, বাংলাদেশকে আমরা কত দ্রুত গণতন্ত্রের পথে এগিয়ে যাব এবং গণতান্ত্রিক অর্ডার ফিরে পাব? একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলোদেশে একটি গণতান্ত্রিক সরকার, একটি সংসদ হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং যার জন্য গত ১৬ বছরে বাংলাদেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে, তার অপেক্ষায় বাংলাদেশের মানুষ আছে— এটাই হচ্ছে মুখ্য বিষয়, এটার ওপর আজ আলোচনা হবে।’


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স