ঢাকা | বঙ্গাব্দ |

আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : May 21, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিনের জন্য মাছ রপ্তানি বন্ধ রাখা হয়েছে। যে কারণে আজ বুধবার (২১ মে) ভারতে মাছ যায়নি।

ব্যবসায়ীরা জানান, ভারতে ডলারের দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) থেকে ফের ভারতে মাছ রপ্তানি করা হবে।

এদিকে গত তিনদিন ধরে বন্দরের ব্যবসায়িক কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। ভারত ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীরা দ্রুত এর সমাধান দাবি করেছেন।

ব্যবসায়ীরা জানান, বাংলাদেশের তৈরি পোশাক, ফল, ফলের স্বাদযুক্ত পানীয় ও কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতা ও সুতার উপজাত এবং আসবাবপত্র আমদানি করবে না বলে জানিয়েছে ভারত।

এসব পণ্যের মধ্যে তৈরি পোশাক ও কাঠের আসবাব বাদ বাকি সব ধরনের পণ্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়।  মাছ রপ্তানি আগের মতোই স্বাভাবিক রয়েছে। ভারতের নিষেধাজ্ঞার কারণে শতকরা ৩০ ভাগের বেশি রপ্তানি বাণিজ্য কমে আসবে বলে ধারণা করছেন তারা। এতে তাদেরকে লোকসানের মুখে পড়তে হবে।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. নেসার আহমেদ ভূঁইয়া কালের কণ্ঠকে বলেন, ‘ভারতে ডলারের দাম বেড়েছে। আমরা বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব। যে কারণে একদিন মাছ রপ্তানি বন্ধ রাখা হয়েছে।’



নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স