ঢাকা | বঙ্গাব্দ |

গণঅভ্যুত্থানের চেতনা বিক্রি করে চলছে চাঁদাবাজি : ছাত্রদল নেতা আবু জাফর

  • নিউজ প্রকাশের তারিখ : May 21, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি এইচ এম আবু জাফর বলেছেন,  গণঅভ্যুত্থানের চেতনা বিক্রি করে অনেকেই চাঁদাবাজি, টেন্ডারবাজিতে লিপ্ত হয়েছে। ৯ মাসে বৈষম্যবিরোধী প্ল্যাটফরমের অনেক নেতা আঙুল ফুলে কলাগাছ হয়েছে- যা গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।

মঙ্গলবার (২০ মে) গাজীপুর মহানগর ছাত্রদলের আওতাধীন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবু জাফর বলেন, ছাত্রদল বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদ করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার ভিত্তিতে একটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলের নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান আবু জাফর।

ভর্তি কার্যক্রমে সহায়তা, খেলাধুলার আয়োজন, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা, গবেষণা প্রভৃতি কর্মকাণ্ডে শিক্ষার্থীদের পাশে থাকতে ছাত্রদলের নেতাকর্মীদের বলেন তিনি।

এ সময় বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম। সভায় গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন।

কর্মী সম্মেলন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে মিছিল করা হয়। 



নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স