কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি এইচ এম আবু জাফর বলেছেন, গণঅভ্যুত্থানের চেতনা বিক্রি করে অনেকেই চাঁদাবাজি, টেন্ডারবাজিতে লিপ্ত হয়েছে। ৯ মাসে বৈষম্যবিরোধী প্ল্যাটফরমের অনেক নেতা আঙুল ফুলে কলাগাছ হয়েছে- যা গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।
মঙ্গলবার (২০ মে) গাজীপুর মহানগর ছাত্রদলের আওতাধীন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবু জাফর বলেন, ছাত্রদল বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদ করেছে।