ঢাকা | বঙ্গাব্দ |

জাল টিকিটে বিমানের ফ্লাইটে ওঠার চেষ্টা, যাত্রী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে ভুয়া টিকিট নিয়ে এক ব্যক্তি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে কক্সবাজার যাওয়ার চেষ্টা করেন। তবে প্লেনে ওঠার আগের ধাপে নিরাপত্তা তল্লাশির সময় তাঁকে আটক করা হয়।

গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আমান।

তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৪৩৭ কক্সবাজার যাওয়ার শিডিউল ছিল। আটক ব্যক্তি টার্মিনালে প্রবেশের প্রথম ধাপ অর্থাত্ বোর্ডিং পাস না নিয়েই নিরাপত্তা তল্লাশিতে চলে যান। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, জাল টিকিট পাসপোর্টসহ ঘোরাঘুরির সময় নিরাপত্তাকর্মীরা একজনকে আটক করে।

নিরাপত্তাকর্মীর সঙ্গে তিনি আবোলতাবোল কথা বলছিলেন। তাই তাঁকে আটক করে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র জানায়, বোর্ডিং পাস ছাড়াই দ্বিতীয় ধাপের নিরাপত্তা তল্লাশি শেষ করে ওই ব্যক্তি বিমানে ওঠার উদ্দেশ্যে এগিয়ে যান। তবে বোর্ডিং পাস চেক করার সময় তিনি ধরা পড়েন।

বিমানকর্মীদের তিনি তাঁর পাস দেখাতে পারেননি। পরে বিমানবন্দরে কর্মরত নিরাপত্তা সংস্থার সদস্যরা তাঁকে আটক করেন। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের অফিসে নেওয়া হয়েছে। সর্বশেষ রাত সাড়ে ৮টা পর্যন্ত তাঁকে বিমানবন্দরে ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স