ঢাকা | বঙ্গাব্দ |

যশোর পৌরসভার সাবেক মেয়র ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • নিউজ প্রকাশের তারিখ : May 19, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, তার স্ত্রী শামীমা শারমিন এবং ছেলে সায়েদ আনান চাকলাদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।

আজ সোমবার (১৯ মে) যশোরের সিনিয়র স্পেশাল জজ শেখ নাজমুল আলম এই নিষেধাজ্ঞা জারি করেন।
 
দুদকের পিপি সিরাজুল ইসলাম জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অনুসন্ধান আবেদনে জানানো হয়, রেন্টু চাকলাদার ও তার পরিবার সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে দেশ-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন।


তদন্তের জন্য দুদকের সহকারী পরিচালক আল-আমীনকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় কমিশনের প্রধান কার্যালয়। অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা যায়, অভিযুক্ত তিনজনই দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যা তদন্ত প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহে মারাত্মক বাধা সৃষ্টি করতে পারে।
 
এই প্রেক্ষিতে দুদকের পক্ষে তিনি কমিশনের প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে এই নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন। বিচারক তা মঞ্জুর করেন।


জানা যায় গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরপরই পৌর মেয়র ও জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রেন্টু চাকলাদার সপরিবারে দেশের বাইরে চলে যান। সেই থেকে তিনি আত্মগোপন আছেন।

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স