ঢাকা | বঙ্গাব্দ |

মঙ্গলবারও মাঠে নামবেন ইশরাক সমর্থকরা

  • নিউজ প্রকাশের তারিখ : May 19, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আগামীকাল মঙ্গলবার আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা। নগর ভবনে লাগাতার অবস্থান কর্মসূচির ধারাবাহিকতায় আজ সোমবার বিকেলে ব্লকেড কর্মসূচি থেকে এ তথ্য জানানো হয়।

এ সময় ইশরাক হোসেনর সমর্থক ও সাবেক সচিব মশিউর রহমান বলেন, নগরবাসীর দাবি মেনে না নেওয়ায় সরকারের হটকারিতায় নিন্দা জানাই। 

ইশারাক হোসেনের মেয়র পদে বসা নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের দেওয়া বিবৃতিকে চরম মিথ্যাচার আখ্যা দিয়ে তিনি বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।


যদি আগামীকালের মধ্যে এই দাবি মেনে নেওয়া না হয়, এর খেসারত সরকারকেই দিতে হবে।’ যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে সরকারকে হুঁশিয়ারি করেন তিনি।
 
এর আগে সোমবার সকাল ১১টা থেকে নগর ভবন ব্লকেট ও এর আশপাশের এলাকায় ব্লকেট কর্মসূচি পালন করেন তারা। এর আগেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা।


পরে বঙ্গ মার্কেট এলাকা ব্লকেড করা হয় এবং গোলাপ শাহ মাজারের সড়কটিও বন্ধ করে দেওয়া হয়।
এতে সকাল থেকেই অচলবস্থা বিরাজ করে নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশের এলাকায়। আন্দোলনকারীরা বলেন, ‘আমাদের ভোটের রায় হাসিনা ছিনিয়ে নিয়েছিল, আদালতের রায়ে আমাদের ভোটের মর্যাদা ফিরে পেয়েছি। ইশরাক হোসেনকে মেয়র ঘোষাণা করে আদালত রায় দিয়েছেন, নির্বাচন কমিশনও গেজেট দিয়েছে।


এই সরকারের লোকজন তাকে দায়িত্ব বুঝে দিচ্ছে না। আমরা এর প্রতিবাদ জানাই। অবিলম্বে ইশারাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।’


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স