ঢাকা | বঙ্গাব্দ |

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিক গুলিবিদ্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : May 19, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে শামছু মিয়া নামে এক বাংলাদেশি শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার ভোরে ভারতের ১৯৩ বিএসএফ এর রাজপাড়া ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। 

সোমবার ভোরে শামছু মিয়াসহ চারজন বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতের অভ্যন্তরে চোরাচালানির উদ্দেশ্যে প্রবেশ করেছিল বলে জানিয়েছে সুনামগঞ্জ-২৮ বিজিবি।

সকাল ১০টায় সুনামগঞ্জ-২৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মো. মঈনুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিশ্বম্ভরপুরের সীমান্ত এলাকার চারজন শ্রমিক ভোরে চোরাচালানের উদ্দেশ্যে ভারত সীমানায় প্রবেশ করে।

সীমান্তে বিএসএফের কারফিউ জারি থাকায় তারা চোরাচালানীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে রাজাপাড়া গ্রামের শামছু মিয়া বামহাতে গুলিবিদ্ধ হন। তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এলাকায় বিজিবি গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, মেঘালয় সীমান্তে কঠোর কারফিউ জারি করেছে ভারত। যার ফলে বিএসএফর কঠোর নজরদারিতে রয়েছে সীমান্ত। এমন পরিস্থিতিতে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জের সীমান্তের লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স