ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হলের ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে সমাবেশ করেছে ইনস্টিটিউটটির শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় উপাচার্যের বাসভবনের সামনে মানববন্ধন করেন তারা। এসময় শিক্ষার্থীদের হাতে ‘বহিরাগত মুক্ত ক্যাম্পাস চাই’, ‘নিরাপদ ঢাবি চাই’, ‘ক্যাম্পাসে নিরাপত্তা চাই’সহ নানা ফেস্টুন দেখতে পাওয়া যায়।
এসময় আইআর এর ২৫তম ব্যাচের শিক্ষার্থী সাম্যের সহপাঠী উক্ত ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে উল্লেখ করে বলেন, সাম্যের সাথে যা ঘটেছে তা যেন আর কারো সাথে না ঘটে।