রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে মালয়েশিয়ায় কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বাংলাদেশ দলটির জোহর প্রদেশ শাখা।
গত রবিবার (১১ মে) বিকেলে জোহর বারুর বারজায়া ওয়াটারফ্রন্ট হোটেলের বলরুমে আয়োজিত ৩১ দফার কর্মশালা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া, জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় উপস্থিত সবার সামনে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির মূললক্ষ্য তুলে ধরেন বাংলাদেশ বিএনপির মালয়েশিয়া শাখার সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান।
কর্মশালা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে ৩১ দফা নিয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছেন, আমরা তার স্বপ্নটাকেই ছড়িয়ে দিতে কাজ করবো।