ঢাকা | বঙ্গাব্দ |

আওয়ামীলীগকে-নিষিদ্ধের-দাবিতে-দেশের-বিভিন্ন-জায়গায়-বিক্ষোভ-মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে  দেশের বিভিন্ন জাইগায় বিক্ষোভ মিছিল।নয়াপল্টন ,বায়তুল মোকাড়োম মসজিদের সামনে,সিলেট মৌলভীবাজারে এবং দেশের ভিবিন্ন জাইগায় আজকে এই ভিক্ষোভ মিছিল হয়।একইসঙ্গে দলটির বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয় বিক্ষোভ থেকে।

 বৃহস্পতিবার মৌলভীবাজার প্রেস ক্লাব মোড় অবরোধ করে রাত সাড়ে ১১টা থেকে বিক্ষোভ করতে থাকে আন্দোলনকারীরা। যা শেষ হয় রাত ৩টার দিকে। প্রেস ক্লাব মোড়ে টায়ারও জ্বালিয়েছে ক্ষুব্ধরান এবং শুক্রবার ০৯ মে ছাত্র জনতা ভিবিন্ন দলের নেতা কর্মিরা ঢাকা ভিবিন্ন জায়গায় এই ভিক্ষোভ মিছিল করে।

এ অবরোধের কারণে সড়কটিতে প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি শহরের চৌমুহনার দিকে গিয়ে হয়ে শেষ হয়।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে একদফা আন্দোলনের ডাক দেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স