গোপালগঞ্জ বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে নানা অনিয়ম অভিযোগের সত্যতা পেয়েছে দুদক।
আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টায় পর্যন্ত দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে দুদকের একটি দল। এ সময় সহকারী পরিচালক বিজন কুমার রায়, সোহেলসহ দুদকের আরো বেশ কয়েকজন কর্মকর্তা অংশ নেন।
দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান বলেন, ‘বিআরটিএ গোপালগঞ্জ জেলা কার্যালয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ ছিল। যার প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। প্রথমে আমরা সাদা পোশাকে অফিসটি কার্যক্রম পর্যবেক্ষণ করি। অভিযানে ঘুষ নিয়ে কাজ করা, গ্রাহককে সঠিক তথ্য না দেওয়া, গ্রাহকদের দিনের পর দিন ভোগান্তিতে রাখা, দীর্ঘদিন একই অফিসে কাজ করা, কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ সম্পদ অর্জন, দালাল চক্রসহ নানা অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
’
এই কর্মকর্তা আরো বলেন, ‘এ অভিযানে আমরা অনেকগুলো অভিযোগের সত্যতা পেয়েছি। বিআরটিএর সহকারী পরিচালকের কাছে সুপারিশ দিয়েছি এবং আমরা দুদকের প্রধান কার্যালয় থেকে বিআরটিএর প্রধান অফিসে সুপারিশগুলো দেব। যাতে এই সমস্যাগুলো দূর করে জনগণকে সেবা প্রদান করা যায় এবং বিআরটিএ থেকে সেবা পেতে পারে।’
এ ছাড়া এই অফিস দালাল মুক্ত করা হবে।
এসব অনিয়মের বিরুদ্ধে ব্যাপক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে বলেও জানান দুদকের এই কর্মকর্তা।