ঢাকা | বঙ্গাব্দ |

বর্নাঢ‍্য আয়োজনে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2025 ইং
ছবিঃ সবুজ বাংলাদেশ ছবির ক্যাপশন: ছবিঃ সবুজ বাংলাদেশ
ad728
নিজস্ব প্রতিবেদকঃ
আজ (১ নভেম্বর ২০২৫, সোমবার) দুপুরে রাজধানী ঢাকার উত্তরাস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে বর্নাঢ‍্য আয়োজনে  "বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম" নামে একটি সাংবাদিক সংগঠন আত্মপ্রকাশ করে। এসময় কামরুল হাসান বাবলুকে আহবায়ক এবং এ বি এম মনিরুজ্জামানকে সদস‍্য সচিব করে ২১ সদস‍্যের আহবায়ক কমিটি ঘোষনা হয়।

সংগঠনের আহবায়ক কামরুল হাসান বাবলুর সভাপতিত্বে  অনুষ্ঠিত এ আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। 

বিশেষ অতিথি হিসাবে সভায় বক্তব‍্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিঃ যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহবায়ক (দপ্তর) এ বি এম এ রাজ্জাক,  যুগ্ম আহবায়ক এম কফিলউদ্দিন ও যুগ্ম আহবায়ক মোঃ আফাজউদ্দিন।

 এছাড়াও সভায় বক্তব‍্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজোয়ানুল হাসান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য আব্দুস সালাম সরকার, এল রহমান,  ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক  এস এ খোকন, তুরাগ থানা বিএনপির আহবায়ক  হারুনর রশীদ খোকা, উত্তরা পৃর্ব থানা বিএনপির আহবায়ক শাহ আলম প্রমুখ। 

এছাড়া বাংলাদেশ  জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের সিঃ যুগ্ম আহবায়ক সেলিম কবির, যুগ্ম আহবায়ক সৈয়দ ইদ্রিস আলী, যুগ্ম আহবায়ক মো: তালহা ইবনে হাসান, সদস‍্য (দপ্তরের দ্বায়িত্বে) যোবায়ের আহমেদ, সদস‍্য মহসিন দিনু সভায় বক্তব‍্য রাখেন।

 বক্তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের বিভিন্ন দিক তুলে ধরে এই সংগঠন অত‍্যান্ত সময়োপযোগী বলে উল্লেখ করেন। এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবার ব‍্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দেন।


প্রধান অতিথির বক্তব‍্যে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেন,  বর্তমান সময় বিএনপির বিবূদ্ধে ডার্চুয়াল মাধ‍্যমে যেরকম অপপ্রচার শুরু হয়েছে, এইসময়ে এরকম সংগঠন গঠন করার প্রয়োজন ছিল। তিনি  জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের সদস‍্যদের নিরপেক্ষতার সহিত সংবাদ পরিবেশনের তাগিদ দেন। তিনি আরো বলেন বিএনপির বিরূদ্ধে সত‍্য নিউজ করলে হামলা মামলা হবে না, বরং আমাদের ভুলগুলো আমরা সংশোধন করে নিতে পারবো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের সদস‍্য সচিব এ বি এম মনিরুজ্জামান  তার সাংগঠনিক বক্তব‍্যে বলেন, চব্বিশের গনঅভ‍্যুত্থানের পরে বিএনপির বিরূদ্ধে মিথ‍্যা ও বানোয়াট তথ‍্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। দেশ ও বিদেশে বিএনপির বিরূদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। এসব অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদ করতেই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাংবাদিকদের নিয়ে এ সংগঠন ঘটন করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ‍্যে  সহস‍্যাধিক ভার্চুয়াল যোদ্ধা তৈরি করার আশাবাদ ব‍্যাক্ত করেন তিনি।

সংগঠনের আহবায়ক কামরুল হাসান বাবলু বলেন, আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাংবাদিকগন বিএনপির বিরূদ্ধে সকল ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র রুখে দিব।

২১ সদস‍্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আরো যারা আছেন, যুগ্ম আহবায়ক পদে মোকসেদুল হাসান খান, সদস‍্য পদে মহসিন দিনু, মেহেদী হাসান রাসেল, মোহাম্মদ রুহুল আমিন, ইদ্রিস আলম, স্বপন রানা সোহেল, সাইফুর নুর শুভ, আলমগীর  হোসেন, সাদাফ আলী খান, আরিফ হোসেন চৌধুরী, সাকিবুল হাসান, রেজোয়ানুল হক, মোঃ ইব্রাহিম।

বিএনপি ও অঙ্গসংগঠনের মহানগর, থানা ও ওয়ার্ড কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের সদস‍্যগন এসময় উপস্থিত ছিলেন।



নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স