ঢাকা | বঙ্গাব্দ |

ঝিকরগাছায় মাসুদ হত্যায় ৩ জন আটক, ভ্যান উদ্ধার।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2025 ইং
সবুজ বাংলাদেশ ছবির ক্যাপশন: সবুজ বাংলাদেশ
ad728
যশোরের ঝিকরগাছা উপজেলার বায়শা গ্রামে ভ্যানচালক মাসুম বিল্লাহ ওরফে মাসুদ (১৯) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় সরাসারি জড়িত একজনসহ ছিনতাইকৃত ভ্যান কেনার অভিযোগে আরও দুই জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ছিনতাইকৃত ভ্যানটি উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন, সাতক্ষীরার পাটকেলঘাটার ভৈরবনগর গ্রামের আবুল কাশেমের ছেলে বর্তমানে যশোরের শার্শা উপজেলার উলশীর কুচমোড়ার হামিদ ডাক্তারের ঘেরে বসবাসকারী আলী হাসান (২৫), সাতক্ষীরার পাটকেলঘাটার যুগিপুকুরিয়া পশ্চিম পাড়ার মৃত মোস্তফা মুফতির ছেলে শরিফুল ইসলাম (৩৮) ও সরদার পাড়ার সোহরাব সরদারের ছেলে কামরুজ্জামান সরদার কামরুল (৩৬)।
পুলিশ জানায়, শার্শা উপজেলার উলাশী খালপাড় এলাকার বাসিন্দা মাসুদ গত ৬ অক্টোবর সকালে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু তিনি আর বাড়ি ফিরে না আসায় পরদিন তার পিতা আজিজ খান শার্শা থানায় একটি জিডি করেন।
গত ১০ অক্টোবর বিকেল ৩টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঝিকরগাছা থানার পুলিশ উপজেলার বায়শা গ্রামের প্রবাসী রবিউল ইসলামের নির্মাণাধীন বাড়ির রান্না ঘর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে। জানালার গ্রিলের সাথে গলায় ফিতা ও ওড়না দিয়ে লাশটি ফাঁস লাগানো অবস্থায় ছিলো।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি নিখোঁজ মাসুদের বলে তার পিতা আজিজ খান শনাক্ত করেন। এ ঘটনায় আজিজ খান ১১ অক্টোবর ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সূত্র জানায়, মামলাটি স্পর্শকাতর হওয়ায় নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেনের তত্ত্বাবধায়নে তদন্ত কর্মকর্তা ঝিকরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের আটকের জন্য মাঠে নামেন।
তিনি ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, পুলিশি কলাকৌশল প্রয়োগ ও আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে গত বুধব-ার রাত ৪টার দিকে হত্যার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে আলী হোসেন নামে এক যুবককে আটক করেন। শার্শা উপজেলার উলশী কুচিমোড়া থেকে তাকে আটক করা হয়।
আটকের পর পুলিশি জিজ্ঞাসাবাদে আলী হোসেন হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার পাটকেলঘাটার যুগিপুকুরিয়া গ্রাম থেকে আটক করা হয় শরিফুল ইসলাম ও কামরুজ্জামান সরদার কামরুলকে। এ সময় তাদের হেফাজত থেকে মাসুদের ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধার করা হয়।
সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, আটক আলী হাসান এবং পলাতক তার এক সঙ্গী গত ৬ অক্টোবর পূর্বপরিকল্পিতভাবে শার্শা উপজেলার উলশী বাজার হতে মাসুদের ভ্যান ভাড়া করেন। এরপর তারা বিভি-ন্ন স্থানে ঘোরাঘুরি করে ভ্যানসহ মাসুদকে ঝিকরগাছা উপজেলার বায়শা গ্রামের জনৈক রবিউল ইসলামের নির্মাণাধীন একতলা বাড়িতে নিয়ে যান। সেখানে তারা সুযোগ বুঝে পরিকল্পনা অনুযায়ী মাসুদকে ভ্যানে থাকা পরিষ্কার করার কাজে ব্যবহৃত সুতির ওড়না কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে এবং দুজনেই দুই পাশ দিয়ে টান দিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
এরপর ভ্যানে থাকা রশি নিহত মাসুদের গলায় দিয়ে রান্না ঘরের জানালার গ্রিলের সাথে ঝুলিয়ে রেখে ভ্যান নিয়ে তারা চলে যান।
পরদিন তারা আটক শরিফুল ইসলামের কাছে ভ্যানটি ১৭ হাজার টাকায় বিক্রি করেন। এরপর শরিফুল ইসলাম ওই ভ্যানটি আটক কামরুজ্জামান সরদার কামরুলের কাছে ২০ হাজার টাকায় বিক্রি করেন।
এদিকে ভ্যানচালক মাসুদ রানা হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ঘাতক পালাতক মামুনকে নারায়নগঞ্জের রুপপুর এলাকা থেকে শ্রমিক সেজে আটক করতে সক্ষম হয়েছে ঝিকরগাছা থানার এস আই পলাশ দাসের নেতৃত্বে সংগীয় এএসআই জাকির হোসেন।


যশোর প্রতিনিধি।।
মোঃ তারিক হাসান (রকি)



নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স