যশোর শহরের পুরাতন কসবা বিবি রোড এলাকায় এক ভাড়া বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ চুরির মামলায় ডিবি পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। রোববার রাতে (১৯ অক্টোবর) মণিহার এলাকার ব্যাটারিপট্টি থেকে আটক করা হয় শামীম ইসলাম ওরফে স্বাধীন ওরফে শাহিনকে (২৮)। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে আটক ও তার দেখানো স্থান থেকে দুই ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (২০ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের ধারণা-চুরির ঘটনায় আরও কেউ জড়িত আছে। বিষয়টি নিয়ে তদন্ত চালানো হচ্ছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়-ঘটনাটি প্রকাশ্যে আসে গত ১৭ অক্টোবর। ভুক্তভোগী মো. রাগিব হাসান জীম (২৮) মামলার এজাহারে উল্লেখ করেছেন- ১৬ অক্টোবর সকালে পরিবারের সঙ্গে গ্রামের বাড়ি গেলে পরদিন বাড়ি মালিক মো. শামসুজ্জামান খোকন ফোন করে জানান—বাড়ির দরজার তালা ভাঙা এবং ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাৎক্ষণিক রওনা হয়ে ভাড়া বাড়িতে এসে দেখতে পান ঘরের সোকেস ভেঙে মূল্যবান স্বর্ণালংকার ও মাটির “লক্ষ্মীর ভাড়ায় প্রায় ৭,১২,০০০ টাকাসহ সব মিলিয়ে আনুমানিক ১০ লাখ টাকা চুরি হয়েছে।
ভুক্তভোগীর এজাহারের আরও বলা হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে ১৭ অক্টোবর রাত দুইটার দিকে এক অজ্ঞাত ব্যক্তি ঘরে প্রবেশ করে তালা ও ভেন্ডিলেটর ভেঙে চুরি সংঘটিত করেছেন। এ ঘটনার পর রাগিব কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে ডিবি পুলিশ মণিহার এলাকার বাটারিপট্টি থেকে শামীম ইসলাম ওরফে স্বাধীন ওরফে শাহিন নামের এক যুবককে আটক করে। তিনি শংকরপুর মেডিকেল কলেজপাড়ার রবিউল ইসলামের ছেলে। বর্তমানে পূর্ব বারান্দী এলাকায় বসবাস করছিলেন। গ্রেপ্তারের পর পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ চালিয়ে কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সমর্থ হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় তথ্য–প্রমাণ সংগ্রহ ও সিসিটিভি আরও বিশ্লেষণের পর ঘটনার সম্পূর্ণ চিত্র স্পষ্ট হবে।
এদিকে, দুঃসাহসিক এই চুরির ঘটনায় সংশ্লিষ্ট এলাকাবাসীর মধ্যে চুরি আতঙ্ক দেখা দিয়েছে। তারা পুলিশী টহল জোরদার করার অনুরোধ করেছেন।
পুলিশ জানিয়েছে-গ্রেপ্তারকৃত যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত। তবে তদন্তের স্বার্থে তাকে রিমাণ্ডে আনা হতে পারে। এরআগে ঘটনায় আর কারোর সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত থাকবে।
Talha