ঢাকা | বঙ্গাব্দ |

ঢাকায় আটক যশোর যুবলীগের ক্যাডার শিকদার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
সংগৃহিত ছবি ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি
ad728
যশোর শহরের ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা যুবলীগের ক্যাডার হিসেবে আলোচিত আশরাফুল কবির শিকদার ওরফে শিকদার মঙ্গলবার ঢাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন। যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পলাতক আলমগীর কবির সুমন তার ফেসবুক আইডিতে আটকের খবরটি জানিয়েছেন।
ইংরেজিতে হাজি সুমন লেখা একটি ফেসবুক আইডিতে পলাতক আলমগীর কবির সুমন লিখেছেন, ‘যশোর আওয়ামী লীগের প্রাণপুরুষ জননেতা শাহীন চাকলাদারের নির্দেশে অবৈধ দখলদার সুদখোর ইউনুসের পদত্যাগের বিক্ষোভ মিছিল থেকে রাজপথ কাঁপানো, ৫ আগস্ট পরবর্তী সময়ের সাহসী সন্তান যশোর জেলা যুবলীগের অন্যতম নেতা আশরাফুল কবির শিকদারকে গ্রেফতার করায় তীব্র নিন্দা, প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তি চাই’।
স্বজনদের একটি সূত্র জানায়, তারাও জানতে পেরেছেন শিকদারকে ঢাকায় আইন-শৃঙ্খলা বাহিনী আটক করেছে।
যশোর কোতয়ালি থানা পুলিশের ওসি মো. আবুল হাসনাত খান জানান, শিকদার ঢাকায় আটকের খবর তার জানা নেই।

যশোর প্রতিনিধিঃ মোঃ তারিক হাসান (রকি)


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স