যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন (জেডিইউজে) শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিমকে প্রত্যাহারের দাবিতে যশোরের পুলিশ সুপারের কাছে স্মারক লিপি দিয়েছে, রোজ বুধবার (০৮/১০/২০২৫)
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দৈনিক লোকসমাজ ও দৈনিক দিনকাল-এর শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, যিনি জেডিইউজের নির্বাহী কমিটির সদস্য এবং বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, তাকে গত ১১ সেপ্টেম্বর অযৌক্তিকভাবে গ্রেফতার করা হয়েছে
প্রতিবেদনে বলা হয়, এক সন্দেহভাজন তৃতীয় লিঙ্গের স্কুলছাত্রের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ওসি মনিকে থানায় ডেকে আনেন। সেখানে বলাৎকার সংক্রান্ত অভিযোগ উত্থাপন করা হলে মনি সেটিকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করেন। কিন্তু পরে হঠাৎ করেই ওসি আলিম মামলা রেকর্ডের আগেই মনিরুলকে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে পাঠান। সাংবাদিক সংগঠনের অভিযোগ, এটি ছিল কোনো মহলের নির্দেশে তড়িঘড়ি করে নেওয়া সিদ্ধান্ত, যার পেছনে প্রভাবশালী কারও স্বার্থ জড়িত।
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, মনিরুল ইসলাম মনি তিন দশকের বেশি সময় ধরে সততার সাথে সাংবাদিকতা করছেন। তিনি বিএনপির রাজনীতির সাথেও যুক্ত। দীর্ঘদিনের ডায়াবেটিস রোগে আক্রান্ত এই সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে অনৈতিক বা চারিত্রিক দুর্নীতির কোনো অভিযোগ কখনও ওঠেনি। বরং তিনি বহুবার হত্যাচেষ্টার শিকার হয়েছেন এবং রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রে মামলাও মোকাবিলা করেছেন।
সংগঠনটির দাবি, মনির বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। একই সঙ্গে তারা মনে করছে, বর্তমান ওসি বহাল থাকলে ন্যায়বিচার পাওয়া সম্ভব নয়।
জেডিইউজে জানায়, শার্শা ও বেনাপোলের সাংবাদিকরা ইতোমধ্যে কয়েক দফা মানববন্ধন ও সমাবেশ করেছেন। ৯ অক্টোবর বেনাপোল স্থলবন্দর অবরোধ কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে।
সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, মনিরুল ইসলাম মনির মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য শার্শার বর্তমান ওসিকে দ্রুত প্রত্যাহার করতে হবে। এ বিষয়ে পুলিশ সুপারের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেছে সাংবাদিক ইউনিয়