বিদেশে যেতে ইচ্ছুকেরা পরীক্ষা দিতে না পেরে সোমবার রাতে যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে (টিটিসি) বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ সময় চরম উত্তেজনার সৃষ্টি হয়।
তবে যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃপক্ষ বলছে সৌদি আরব ভিত্তিক তাকামুলের ওয়েবসাইটের সার্ভার বিঘ্নের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি পরীক্ষার্থীরা বুঝতে পেরে শান্ত হয়েছে।
যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইফফাত মাহমুদ জানান, সৌদি আরবের স্পেশাল ভেরিফিকেশন প্রোগ্রামের (এসভিপি) আওতায় ওই দেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের সোমবার সারাদেশের ১৯টি কেন্দ্রের মাধ্যমে লোড-আনলোড কাজের যোগ্যতার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সৌদি আরবের তাকামুল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে মেধা পরীক্ষা গ্রহণের কথা থাকলেও ওয়েবসাইটের সার্ভারে দিনভর বিঘ্ন সৃষ্টি হওয়ায় তা করা সম্ভব হয়নি।
যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুই শতাধিক ব্যক্তি অনলাইনে পরীক্ষা দিতে না পেরে তাদের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হওয়ায় সন্ধ্যার পর থেকে বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় এক পর্যায়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পরীক্ষা দিতে আসা ব্যক্তিদের বোঝানো হয় যে, সার্ভারে বিঘ্নের কারণে অনলাইনে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।
তাকামুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৬টার দিকে সার্ভার স্বাভাবিক হয়ে যাবে। এ কারণে মঙ্গলবার সকাল ৬টার দিকে অনলাইনে সকলে পরীক্ষা দিতে পারবেন। সমস্যার বিষয়টি বোঝানোর পর পরীক্ষা দিতে আসা ব্যক্তিরা শান্ত হন এবং ফিরে যান।
তিনি আরও জানান, তবে ওই ব্যক্তিদের শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছে। মঙ্গলবার শুধু অনলাইনে মেধা যাচাই পরীক্ষা দিতে হবে।
কিশোরগঞ্জ থেকে আসা তোফাজ্জেল নামে এক যুবক বলেন, ‘সার্ভারে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আমরা অনলাইনে পরীক্ষা দিতে পারিনি। বিষয়টি বোঝার পর আমরা শান্ত্বনা পেয়েছি। পরবর্তীতে পরীক্ষায় অংশ নেব।
যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ তারিক হাসান (রকি)