ঢাকা | বঙ্গাব্দ |

বেনাপোলে নৌবাহিনীর সঙ্গে পৌরসভার চুক্তি স্বাক্ষর ও নির্মাণ কাজের উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
ছবিঃ সবুজ বাংলাদেশ ছবির ক্যাপশন: ছবিঃ সবুজ বাংলাদেশ
ad728
RUTDP প্রকল্পের আওতায় ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লি. বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে বেনাপোল পৌরসভার চুক্তি স্বাক্ষর করেছে। রোজ সোমবার (২৯/০৯/২০২৫ইং) সকালে বেনাপোল পৌরসভা মিলনায়তনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কাজগুলোর ভিত্তি প্রস্তর স্থাপন এবং নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

এই নির্মাণ কাজের মোট ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৯৯ লক্ষ টাকা। বেনাপোল পৌরভবন, বাহাদুরপুর রোড, বড় আঁচড়া-দৌলতপুর রোড, বড় আঁচড়া-ছোট আঁচড়া লিংক রোড, ড্রেন নির্মাণ এবং স্ট্রিট লাইট স্থাপনের কাজগুলো বাংলাদেশ নৌবাহিনী বাস্তবায়ন করবে।
চুক্তি স্বাক্ষর ও নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর প্রশাসক ডাঃ কাজী নাজিব হাসান। এছাড়া সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শার্শা মোঃ নিয়াজ মাখদুম, নৌবাহিনী অফিসার সিডিআর খালিদুল ইসলাম পিএসসি, বিএন, ডেপুটি জেনারেল ম্যানেজার প্ল্যানিং অ্যান্ড ডিজাইনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যশোর প্রতিনিধিঃ  নুরুজ্জামান

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স