মহেশপুরে বাসে তল্লাশি করে চারটি সোনার বারসহ দুই যাত্রীকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার বিকেলে উপজেলার কাকিলাদাড়ী নামক স্থানে কালীগঞ্জ-জীবননগরগামী যাত্রীবাহী বাস থেকে সৌরভ বিশ্বাস (২৫) ও রণজিৎ বিশ্বাস (২৫) নামের দুই যুবককে ওই সোনাসহ আটক করা হয়।
মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল রফিকুল আলম গত শনিবার রাত ৯ টায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা এ অভিযান চালান।
আটক দুই যুবক হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খৈদ্দরায়গ্রামের কার্তিক চন্দ্রের ছেলে সৌরভ বিশ্বাস ও কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে রণজিৎ বিশ্বাস। তাদের কাছ থেকে ২ কেজি ৩৩১.১৯ গ্রাম ওজনের চারটি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৭১ লাখ ২০ হাজার ৭৭৬ টাকা।
রাতেই সোনার বারগুলো ঝিনাইদহ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে ও আটক ওই দুই যুবককে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর প্রতিনিধিঃ মোঃ তারিক হাসান (রকি)