ঢাকা | বঙ্গাব্দ |

যশোরের রাজারহাটে পুলিশ পরিচয়ে স্বর্ন ডাকাতি মামলায় ০৪ (চার) জন আসামীকে গ্রেফতার করেছে ডিবি যশোর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
ছবিঃ সবুজ বাংলাদেশ ছবির ক্যাপশন: ছবিঃ সবুজ বাংলাদেশ
ad728
গত ইং- ১৪/০৭/২০২৫ তারিখ সকাল অনুমান ০৮: ১০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট রেল ক্রসিং থেকে পুলিশ পরিচয় ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি প্রাইভেটকার গতিরোধ করে সুধীর কুমার দাসের শ্যালক আনন্দ বসু এবং দোকানের কর্মচারী মোঃ রাসেল গাজীকে চোখ বেঁধে  এবং হাতে হ্যান্ডকাপ পরিয়ে তাদের কাছে থাকা ১৯ ভরি ০৮ আনা স্বর্ণ, নগদ ২৬ হাজার টাকা এবং চারটি মোবাইল সেট ছিনিয়ে মনিরামপুর থানাধীন ট্যাংরাখালী এলাকার একটি ফাঁকা জায়গায় চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে চলে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে যশোর জেলার কোতয়ালী থানা মামলা নং- ৫৫, তারিখ ১৫/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড(সংযোজিত ধারা-১৭০/১৭১/৩৯৫/৩৯৭/৪১২) মামলাটি রুজু হয়।

মামলাটি তদন্তকালে ব্যাপক পুলিশি কলাকৌশল প্রয়োগ, আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতির সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সনাক্ত করতে সক্ষম হয়। গত ইং-২০/০৯/২০২৫ খ্রিঃ তারিখ যশোরের কোতয়ালী মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) ফোর্সের সমন্বয়ে একটা যৌথ টিম মোঃ উজ্জল হোসনে ও নিশান হোসনেদ্বয়কে গ্রেফতার করে। আসামী মোঃ উজ্জল হোসেন ও মোঃ নিশান হোসনের দেওয়া তথ্য মতে আসামী মোঃ মুসাব্বির হোসন টুটুল ও  রতন শেখকে গ্রেফতার করা হয়। আসামী মোঃ উজ্জল হোসেন এবং রতন শেখ’দ্বয় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। 

বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক আসামীদ্বয়ের প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখিত তথ্য, পুলিশি কলাকৌশল প্রয়োগ, আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এএসআই(নিঃ)/ অলক কুমার দে পিপিএম সঙ্গীয় অফিসার-ফোর্স সহ অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলার দেবহাটা  হতে রায়হানুল হক(৩১) , সাতক্ষীরা জেলার নিউমার্কেট এলাকা হতে আসামী গৌরঙ্গ সরকার, বিকাশ মজুমদার@বাবুকে এবং সাতক্ষীরা সদর থানা এলাকা হতে আসামী মাহিন রহমান শাওনকে গ্রেফতার করে। আসামীদেরকে যথাযথ প্রক্রিয়া মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় এবং আসামী মাহিন রহমান শাওন ও মোঃ রায়হানুল হক’দ্বয় বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ- ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। 

গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ-

১। নামঃ- মোঃ রায়হানুল হক (৩১),পিতা-মোঃ আয়ুব আলী, মাতা-মোছা বুলু খাতুন, সাং-আবুরী মল্লিক পাড়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া।

২। নামঃ- গৌরাঙ্গ সরকার (৫০), পিতা- মৃত জানকিনাথ সরকার, মাতা-মৃত অঞ্জলী রানী সরকার, সাং-দক্ষিনকাঠিয়া (আনন্দ পাড়া), থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা।

৩। নামঃ-  বিকাশ মজুমদার @বাবু (৪৩), পিতা-গনেশ মজুমদার, মাতা- মায়া রানী মজুমদার, সাং- ইটাগাছা ঘোষ পাড়া, থানা- সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা।

৪। মাহিন রহমান শাওন (২৮), পিতা- মোঃ আনিচুর রহমান, মাতা-মোছাঃ নাসরিন নাহার, সাং-বহিরামপুর, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর, বর্তমান সাং- উত্তর পলাশপোল, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা।

উদ্ধারঃ
১। ডাকাতি কাজে ব্যবহৃত একটি Infinix hot 50Pro মোবাইল ফোন।


যশোর প্রতিনিধিঃ নুরুজ্জামান

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স