ঢাকা | বঙ্গাব্দ |

টিসিবির পণ্য না পেয়ে কেশবপুরে সড়ক অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2025 ইং
সবুজ বাংলাদেশ ছবির ক্যাপশন: সবুজ বাংলাদেশ
ad728
কেশবপুরে টিসিবির পণ্য না পেয়ে কার্ডধারীরা সড়ক অবরোধ করেছেন গতকাল। অবরোধের সময় সড়কের দুপাশে যাত্রীবাহী অসংখ্য গাড়ি আটকা পড়ে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা।
গত দুই দিন আগে পৌরসভা থেকে মাইকে ঘোষণা দেওয়া হয় শহরের পুরান বাসস্ট্যান্ডে ডিলার আব্দুল বারিকের গোডাউনে টিসিবির কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রি করা হবে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ডিলারের গোডাউনের সামনে ভিড় বাড়তে থাকে। সকাল ৯ টা থেকে পণ্য দেওয়া শুরু হলে কার্ডধারীদের চাপও বাড়তে থাকে। ৬০৫ টি কার্ডের পণ্য দেওয়া হলে ডিলার আব্দুল বারিক আর পণ্য নেই বলে গোডাউন বন্ধ করে বাড়িতে চলে যান। পণ্য না পেয়ে দুপুরে প্রায় চারশ কার্ডধারী গোডাউনের সামনে যশোর -চুকনগর সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুপাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে। বেলা বাড়তে থাকলে অবরোধকারীদের সংখ্যাও বাড়তে থাকে।
বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শরীফ নেওয়াজ ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ক্ষুব্ধ  কার্ডধারীদের সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, কার্ড থাকা সত্ত্বেও যারা পণ্য পাননি তারা পৌরসভায় গিয়ে তথ্য দিলে তালিকা অনুযায়ী  এক সপ্তাহের  ভেতর টিসিবির পণ্য দেওয়ার ব্যবস্থা করা হবে।
টিসিবির ডিলার  আব্দুল বারিক বলেন, তাকে ১, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ৬০৫টি কার্ডধারীর ভেতর পণ্য বিতরণের জন্যে মালামাল দেওয়া হয়। ৪৬০ টাকা মূল্যের এ পণ্যের প্যাকেজে ছিল ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২ লিটার তেল। কিন্তু বেলা সাড়ে ১২টার দিকে ৬০৫টি কার্ডের পণ্য কার্ডধারীদের মাঝে বিতরণ হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, ওই ডিলারের কাছে ৬৩০টি কার্ডের পণ্য কম এসেছে। যারা পণ্য পাননি তাদেরকে দ্রুত পণ্য দেওয়া হবে

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স