বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আসামীদের গুলিতে আহত ভিকটিম এ এইচ এম নোমান রেজা (২৯), জাতীয় পরিচয়পত্র নং-৩৭২৭১৯৭২৮১, পিতা-মোঃ আবুল হোছাইন রেজা, মাতা-দিলদার বেগম, স্থায়ী ঠিকানা: রেজা বাড়ি, লোটনী, কাকারা, ডাকঘর-চকরিয়া-৪৭৪১, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, বর্তমান ঠিকানা: বাড়ি-১, রোড-৫, সেক্টর-১, থানা-বিমানবন্দর, জেলা-ঢাকা গত ০৬/০৭/২০২৫ইং তারিখ অত্র বিমানবন্দর থানায় হাজির হইয়া এজাহারনামীয় ৭৯ জন ও অজ্ঞাত ১০০/১৫০ জন আসামীদের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করিলে ডিএমপি এর বিমানবন্দর থানার মামলা নং-৯, তারিখ- ০৬/০৭/২০২৫ইং তারিখ, ধারা- ১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৬/৩০৭/১০৯/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। পরবর্তীতে গত ১০/০৯/২০২৫ইং তারিখ দিবাগত রাত অর্থাৎ ১১/০৯/২০২৫ইং তারিখ রাতের বেলা বর্ণিত মামলার বাদী এ এইচ এম নোমান রেজা (২৯) আমাকে জানায় যে, মামলার এজাহার নামীয় ৩৯নং আসামী মোঃ দেলোয়ার, প্রচার সম্পাদক, উত্তরা পশ্চিম থানা আওয়ামীলীগ, পিতা- অজ্ঞাত, স্থায়ী- বাড়ি নং-৩৬, রোড- ৬, সেক্টর- ১৩, থানা- উত্তরা পশ্চিম, জেলা -ঢাকা উত্তরা পশ্চিম থানাধীন ১৩নং সেক্টরে আত্মগোপন করে আছে।
উক্ত সংবাদ পাইয়া থানা এলাকায় ডিউটিরত রাত্রীকালীন স্পেশাল প্রটেকশন-৯৫ ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সকে বাদীর সহিত যোগাযোগ করিয়া যথাযথ নিয়ম অনুসরণ করিয়া উত্তরা পশ্চিম থানাকে অবহিত করিয়া তাহাদের সহযোগীতায় উক্ত পলাতক আসামীকে গ্রেফতারের নির্দেশ প্রদান করি।
পরবর্তীতে রাত্রীকালীন স্পেশাল প্রটেকশন-৯৫ ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স উত্তরা পশ্চিম থানা পুলিশকে অবহিত করিয়া উক্ত থানার পুলিশের সহায়তায় বাদীকে সনাক্তের জন্য উত্তরা পশ্চিম থানাধীন আসামীর বাসায় গিয়ে যথাযথ নিয়ম অনুসরণ করিয়া উপস্থিত লোকজনের সম্মুখে পলাতক আসামী মোঃ দেলোয়ারকে গ্রেফতারের নিমিত্তে উক্ত বাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করে।
কিন্তুু আসামী পলাতক থাকায় তাহাকে গ্রেফতার করিতে না পারায় উপস্থিত লোকজনের সম্মূখে শূণ্য তল্লাশী তালিকা প্রস্তুুত করতঃ তল্লাশী তালিকা ০১(এক) কপি আসামী পক্ষের লোকজনকে দিয়ে আসে।
এই সময় পুলিশের অনুপস্থিতিতে বর্ণিত মামলার বাদীর সহিত আসামী পক্ষের লোকজনের সখ্যতা গড়ে উঠে।
অভিযান পরবর্তীতে জানতে পারি বাদীর সহিত আসামী পক্ষের সখ্যতা গড়ার সুবাধে আসামী মোঃ দেলোয়ারকে বাদী তাহার দায়েরকৃত মামলা হইতে অব্যাহতি দিবে বলে আসামী পক্ষের লোকজনের নিকট হইতে ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা দাবী করে।
উক্ত দাবীকৃত টাকা হইতে আসামী পক্ষের লোকজন বাদী এ এইচ এম নোমান রেজা (২৯)সহ তাহার সহযোগীদের নিকট নগদ ৫,৫০,০০০/-(পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রদান করে।
পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ও ঘটনার সত্যতা পাওয়া গেলে আসামী পক্ষের লোকজন উত্তরা পশ্চিম থানায় বর্ণিত মামলার বাদী ১। এ এইচ এম নোমান রেজা (২৯) ও তাহার সহযোগী ২। তানজীল (২১), ৩। মোছাঃ ফারজানা তমা (২১), ৪। নিলয় (২৫)সহ অজ্ঞাতনামা ০২ জন আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করিলে উত্তরা পশ্চিম থানার মামলা নং-২৫, তাং- ১২/০৯/২০২৫ইং, ধারা-১৪৩/৪৪৮/৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোড রুজু হয়।
পরবর্তীতে অত্র বিমানবন্দর থানা পুলিশ ও উত্তরা পশ্চিম থানা পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করিয়া মামলার আসামী ১। এ এইচ এম নোমান রেজা (২৯), ২। তানজীল (২১), ৩। মোছাঃ ফারজানা তমা (২১)দের ক গ্রেফতার করা হয় এবং বাদীর নিকট হইতে আদায়কৃত টাকা উদ্ধারের নিমিত্তে তাহাদেরকে থানা নিয়ে আসিয়া থানায় আসামীদেরকে জিজ্ঞাসাবাদের আলাদা কোন কক্ষ না থাকায় অফিসারদের কক্ষে বিভিন্ন কৌশল অবলম্বন করে জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার সুষ্টু তদন্ত ও বাদীর নিকট হইতে আদায়কৃত টাকা উদ্ধারের নিমিত্তে জিজ্ঞাসাবাদকালীন ১নং আসামী এ এইচ এম নোমান রেজা (২৯) ধূমপান করতে চাইলে মামলার তদন্তে স্বার্থে ও কৌশলগত কারণে তাহাকে ধূমপান ও মোবাইল ফোনে কথা বলার সুযোগ দেয়া হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানাধীন ১নং সেক্টরস্থ হোটেল এয়ার ইন থেকে আদায়কৃত টাকার মধ্যে হইতে ৪,৩০,০০০/-(চার লক্ষ ত্রিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে জানতে পারি আসামীকে কৌশলে জিজ্ঞাসাবাদের সময়ের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়ে।