শিবিরের জয়ের জন্য কৌশল ছিল দীর্ঘদিনের। রাশেদ খান বলেন, ‘শিবিরের জয়ের জন্য কৌশল ছিল দীর্ঘদিনের। ফ্যাসিবাদের আমলে ছাত্রদল ক্যাম্পাসে মাঝে মাঝে ঢুকতে পেরেছে।
কিন্তু ছাত্রশিবির একদমই পারে নাই। বলা যায় এক প্রকার নিষিদ্ধ ছাত্রশিবিরের রাজনীতি ছিল। তো সেই জায়গায় তারা নানান ধরনের কৌশলে কখনো সাধারণ শিক্ষার্থী আবার কেউ কেউ ছাত্রলীগের পদে নানানভাবে বা সাংবাদিক সমিতিতে নানানভাবে তারা কিন্তু হলে ছিল। তো এই জায়গায় যে সুবিধা হয়েছে সেটি হলো ছাত্রশিবিরের সমর্থিত যে প্যানেল সেখানে যিনি আপনার ভিপি এবং জিএস হিসেবে ক্যান্ডিডেট তারা কিন্তু এই হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের সাথে এক ধরনের সম্পর্ক তাদের ছিল। ছাত্রদলের যারা ছিল তাদের জন্য এটা আসলে কাজ করে নাই।