ঢাকা | বঙ্গাব্দ |

যশোরে ইরানি দম্পতিকে টাকা আত্মসাতের অভিযোগে হেনস্থা।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

যশোর জেলা প্রতিনিধি,
মো: তারিক হাসান (রকি)

ইরানি নাগরিক ফায়েজ ও তার স্ত্রী ঘোলির বিরুদ্ধে ’শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে ১২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করেছেন একটি গ্যাস বিপণন সংস্থার দুই কর্মী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে যশোর শহরতলীর খয়েরতলা পেট্রোল পাম্পের সামনে দুই বিদেশিকে পেয়ে গ্যাস বিপণন প্রতিষ্ঠানের কর্মী আনারুল ও গাড়িচালক জাহাঙ্গীর তাদের ধরে ফেলেন। এরপর লোকজন উপস্থিত হলে ইরানিরা তাদের কাছ থেকে সোনার হার ও আংটি ছিনিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।
খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর দুই বিদেশি নাগরিকসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
যশোরে আফিল গ্রুপের হিসাবরক্ষণ কর্মকর্তা ওহেদুল ইসলাম বলেন,‘আমরা ওমেরা নামে এলপি গ্যাসের ডিস্ট্রিবিউটর। আমাদের শ্রমিক আনারুল ও ড্রাইভার জাহাঙ্গীর বিভিন্ন দোকানে গ্যাস সিলিন্ডার বিপণন করেন। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে যশোর সদরের পুলেরহাট এলাকায় দোকানে গ্যাস সিলিন্ডার দেওয়ার সময় ওই ইরানি নাগরিকরা তাদের ভাষায় এবং ইঙ্গিতে আনারুলকে কাছে ডাকেন। এরপর একটি পাঁচশত টাকার নোট দেখিয়ে সেটি আসল কি-না জানতে চান। ওই সময় টাকা আনারুল তার নাকের সামনে নিলে তিনি আকৃষ্ট হন। তারপর তারা আনারুলের কাছে ওই ধরনের আর নোট আছে কিনা দেখতে চান। আনারুল তার কাছে থাকা পাঁচশত টাকার নোটের বান্ডিল তাদের কাছে দেন। পরে বান্ডিলটি ফিরিয়ে দেওয়ার পর আনারুল অফিসে এসে টাকা বুঝিয়ে দেওয়ার সময় দেখেন, বান্ডিলে থাকা ২৪টি নোট, অর্থাৎ ১২ হাজার টাকা নেই। 
হিসাবরক্ষণ কর্মকর্তা ওহেদুল ইসলাম বলেন, সেদিন তাদের বেতন দেওয়ার কথা ছিল। আমি তাদের বেতনের থেকে ৬ হাজার করে ১২ হাজার টাকা কেটে পরিশোধ করি।
ওহেদুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) খয়েরতলা পেট্রোলপাম্পের পাশে একটি দোকানে মালামাল দেওয়ার সময় ওই বিদেশি নাগরিকরা ফের আনারুলকে ডাকেন এবং টাকা ভাংতি চান। মুখ থেকে মাস্ক সরালে আনারুল তাদের চিনতে পারেন এবং সেই সময় ওই পুরুষ বিদেশির কলার ধরে চিৎকার করতে থাকেন। স্থানীয়রা এগিয়ে এলে ইরানিরা আনারুলকে ‘ছিনতাইকারী’ হিসেবে আখ্যা দেন এবং তাদের কাছ থেকে সোনার হার ও আঙটি ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন। পরে সেখানে হট্টগোলের সৃষ্টি হয়।
খবর পেয়ে বিকেল ৫টার দিকে যশোর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিদেশি নাগরিক দুইজনসহ চারজনকে থানায় নিয়ে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমরা উভয়পক্ষকে হেফাজতে নিয়ে এসেছি। এখন পর্যন্ত গুরুতর অপরাধের তেমন প্রমাণ পাওয়া যায়নি। 
তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স