ঢাকা | বঙ্গাব্দ |

যশোরে চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মীদের বিক্ষোভ, অনির্দিষ্টকালের গণছুটির দরখাস্ত জমা।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
যশোর জেলা প্রতিনিধি,
মো: তারিক হাসান (রকি) 

চার দফা দাবিতে বিক্ষোভ শেষে অনির্দিষ্টকালের জন্য ছুটির দরখাস্ত জমা দিয়েছে যশোরের পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের ঘোষিত অনির্দিষ্টকালের গণছুটি কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১২টায় তারা ছুটির দরখাস্ত জমা দেন।
পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা পল্লী বিদ্যুতের সংস্কার, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের দাবিতে আন্দোলন করে আসছিলেন। একাধিকবার কমিটি গঠনসহ সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে নানামুখি আশ্বাস দেওয়া হলেও কিছুই বাস্তবায়ন করেনি বিদ্যুৎ মন্ত্রণালয়।
উপরস্থ আন্দোলনের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, বদলি, বরখাস্তসহ নানা শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে হয়রানি করছে। এ অবস্থায় দাবি আদায়ে তারা আজ সকালে কর্মস্থলে এসে বিক্ষোভ ও মিছিল করেন। পরে তারা অনির্দিষ্টকালের জন্য গণছুটির দরখাস্ত জমা দেন। আন্দোলনকারীরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স