ঢাকা | বঙ্গাব্দ |

নির্বাচনের আগে আরো দু-একটা সরকার আসতে পারে : আসাদুজ্জামান রিপন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2025 ইং
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ছবির ক্যাপশন: বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন
ad728
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আরো দু-একটা সরকার গঠিত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান রিপন বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই। লোভের কারণে ২৪-এর গণ-অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে।


আগামী নির্বাচনের আগেই গোটা দুয়েক সরকার গঠিত হতে পারে। যেভাবে ‘বাহুবলী ওয়ান, টু, থ্রি’ সিক্যুয়েল আছে, তেমনি হয়তো দেখা যাবে ‘ইউনূস গভর্নমেন্ট ওয়ান, টু।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিপন বলেন, গত ১৫ বছরে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল, যেখানে শেখ হাসিনা থাকলে ক্ষমতার পরিবর্তন সম্ভব নয়–এই ধারণা রাষ্ট্রের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়া হয়েছিল। বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ–সবার মধ্যে এই ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল।


শেখ হাসিনার পতন অনিবার্য ছিল মন্তব্য করে তিনি বলেন, ‘গত বছর ৩০ মে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের মিটিংয়ে আমি বলেছিলাম শেখ হাসিনা অনিবার্যভাবে পতনের দিকে যাচ্ছেন।’

বিএনপি ক্ষমতায় আসলেও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলেও মন্তব্য করে রিপন।

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স