বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে। দেশীয় বা পার্শ্ববর্তী দেশ থেকে যেন কোনো ধরনের উসকানি দিতে না পারে, সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। কোনো অবস্থাতেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিনাজপুরের হিলিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন অভিযোগ করে বলেন, অনেকে বিভিন্ন কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার এবং নির্বাচন বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করছে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
হিলি চারমাথা মোড় থেকে ডা. এজেডএম জাহিদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও চারমাথা মোড়ে এসে শেষ হয়। র্যালিতে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।