ঢাকা | বঙ্গাব্দ |

গণমাধ্যমের বিরুদ্ধে এনসিপির যুব সংগঠনের অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

গণমাধ্যমের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত ও ঢালাও অভিযোগ আনা হচ্ছে জানিয়ে এর প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ।

বুধবার সম্পাদক পরিষদের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, সম্পাদক পরিষদ উদ্বেগের লক্ষ্য করেছে যে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ গণমাধ্যম সম্পর্কে ঢালাওভাবে একগুচ্ছ অনাকাঙ্ক্ষিত অভিযোগ তোলা হয়েছে।

সম্পাদক পরিষদ বলছে, যুব সম্মেলনের অনুষ্ঠানে অভিযোগ আনা হয়েছে ‘গণমাধ্যম গণ–অভ্যুত্থানে জড়িতদের চরিত্রহননের চেষ্টা করছে’ এবং শেখ হাসিনা স্বৈরাচার আমলের মতো ‘গোয়েন্দা সংস্থার মুখপাত্র’ হিসেবে কাজ করছে।

এই ধরনের ঢালাও মন্তব্য প্রত্যাখ্যান করে সম্পাদক পরিষদ বিবৃতিতে বলছে, গত বছরের ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে সম্পাদক ও সাংবাদিকরা নানা ধরনের নিপীড়ন, হয়রানি ও দমনপীড়নের শিকার হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভ্যুত্থানের সময় রাষ্ট্রীয় বাহিনীর হত্যাযজ্ঞ মানবাধিকার লঙ্ঘন, ইন্টারনেট ব্ল্যাকআউটসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু গণমাধ্যমের সাহসী প্রতিবেদনে জনগণের সামনে উঠে এসেছে।

বিশেষ করে অধিকাংশ মুদ্রণ গণমাধ্যম নির্ভীকভাবে তথ্য তুলে ধরে গণ-অভ্যুত্থানের পক্ষে জনমত গঠনে বিশেষ অবদান রেখেছে এবং একইসঙ্গে অনেক ভয়ভীতির মধ্যে কাজ করতে হয়েছে, বলা হয় বিবৃতিতে।


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স