ঢাকা | বঙ্গাব্দ |

সাবেক এমপি জাফরের ১৮ দিনের রিমান্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
ছবিঃ সংগৃহীত ছবির ক্যাপশন: ছবিঃ সংগৃহীত
ad728

কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে আজ বুধবার চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তোলা হয়েছে। সকাল ৯টার পর পরই জেলা পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে আদালতে নেওয়া হয়।

আদালত সূত্র জানায়, বিগত ৫ আগষ্ট পরবর্তী চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা একাধিক হত্যাসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় পুলিশের পক্ষ থেকে।

তার বিরুদ্ধে দায়ের করা সাতটি মামলায় রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে বিচারক মো. আনোয়ারুল কবির সাত মামলায় সর্বমোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসব মামলায় দুই থেকে চারদিন করে রিমান্ড দেওয়া হয়।

মামলাগুলোর মধ্যে চকরিয়া থানায় পাঁচটি ও পেকুয়া থানায় দুইটি মামলা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

প্রায় অর্ধকিলোমিটার এলাকাজুড়ে যৌথবাহিনী মোতায়েন করা হয় নিরাপত্তা নিশ্চিত করতে।

শুনানিকালে জাফর আলমের পক্ষে আদালতে অংশ নেন একাধিক আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন আদালতের এপিপি অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন। তিনিই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।



নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স