ঢাকা | বঙ্গাব্দ |

দেশসেরা বিজয়ী ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকা গুহ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
গাজী তাহের লিটন, ভোলা জেলা প্রতিনিধি...

জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পেলো ভোলার নৃত্যশিল্পী  স্বস্তিকা গুহ। নৃত্যাঙ্গনে একের পর সফলতা পেয়েছেন তিনি। নৃত্যে স্থানীয় পর্যায়ে একাধিক সফলতার পর এবার জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে স্বর্নপদক পেয়েছে সে।

জাতীয় নৃত্য প্রতিযোগিতা-২০২৫ এর লোকনৃত্য স্বর্ণপদক ও সাধারন নৃত্যে প্রথমস্থান অর্জন করে সে।
দেশের ৬৪ জেলার অসংখ্য প্রতিযোগি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

ভোলা শহরের ওয়েস্টার্ণ পাড়া এলাকার বাসিন্দা মৃত সুকুমার গুহ ও স্কুল শিক্ষিকা মনিকা দেবীর একমাত্র মেয়ে স্বস্তিকা গুহ। তার দেশসেরা এ অর্জন, ভোলার সাংস্কৃতিক অঙ্গনের জন্য অত্যন্ত গৌরবের বলে জানিয়েছেন সংস্কৃতিজন।


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স