যশোর জেলা প্রতিনিধি।।
মোঃ তারিক হাসান (রকি)
যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়েয়ালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ মিলন মন্ডল। চোখের আলোহীন স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে অন্ধকার জীবনের লড়াই করছেন। এ খবর জানতে পেরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একই পরিবারের দৃষ্টিহীন তিনজনের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপি।
মঙ্গলবার বিকেলে বাড়ীয়ালী গ্রামে যেয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান তাদের হাতে নগদ অর্থ তুলে দেন।
এসময় পরিবারটির সার্বিক খোঁজ খবর নেয়াসহ চিকিৎসার আশ্বস্ত করেন। এছাড়া একই উপজেলার বিএনপির অসুস্থ থাকা নেতাকর্মীদের খোঁজখবর নেন।
যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেন, মা ও দুই দৃষ্টিহীন মেয়ে নিয়ে পরিবারটি দীর্ঘদিন ধরে অসহায় ও অস্বচ্ছল অবস্থায় জীবন যাপন করছে। বিএনপি মানবতার দল গণমানুষের জন্য কাজ করে।
তাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদানসহ চিকিৎসার আশ্বস্ত করেন ।
এ সময় উপস্থিত ছিলেন যশোর চৌগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. আলী বুদ্দিন খান, যুবদলের আহ্বায়ক এমএ মান্নানসহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়েয়ালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ মিলন। হরেক রকম কাজ করে কোনোমতে সংসার টেনে নিয়ে যাচ্ছেন তিনি। চারজনের সংসারের একমাত্র উপার্জনকারী এই মানুষটি একইসাথে সংসারের সকল কাজও করেন।
মোটামুটি সুখের সংসার ছিল মিলনের। স্ত্রীকে নিয়ে ২১ বছর পার করেছেন ভালোভাবেই। কিন্তু পাঁচ বছর আগে হঠাৎই স্ত্রীর দুই চোখ নষ্ট হয়ে যায়। অন্যদিকে নয় বছর বয়সী বড় মেয়ে মারুফা জন্ম থেকেই অন্ধ। এছাড়া সাত বছর বয়সী ছোট মেয়ে মরিয়মের দুই চোখ সুস্থ নিয়েই জন্ম হলেও দুই বছর আগে একটি চোখ অন্ধ হয়ে যায়। অন্য চোখেও খুব কম দেখতে পারে সে। ফলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে মিলনের দুশ্চিন্তার শেষ নেই।