ঢাকা | বঙ্গাব্দ |

যশোরে একটি কোম্পানির ডিপো ইনচার্জ নারী কর্মকর্তাকে ধর্ষণের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
যশোরে পশু খাদ্য বিক্রেতা একটি বেসরকারি প্রতিষ্ঠানের ডিলার স্টেডিয়ামপাড়ার ফিরোজের ছেলের বিরুদ্ধে নারী ডিপো ইনচার্জকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঔ ভুক্তভোগী নারী রোববার কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী নারীর অভিযোগ, যশোরে তিনি একটি কোম্পানির ডিপো ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন। অভিযুক্ত সোহেল একই কোম্পানির ডিলার।
গত ১৮ সেপ্টেম্বর বিকেলে শহরের একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে সোহেল তাকে কু-প্রস্তাব দেন। এতে তিনি রাজী না হলে সোহেল তার কাছ থেকে মোবাইল ফোনসেট কেড়ে নিয়ে মারধর এবং খুনের হুমকি দেন এর পর ধর্ষণ সংঘটিত হয়, 
ভয়েস রেকর্ডে অভিযুক্তের কথোপকথনও ধরা পড়েছে। একটি রেকর্ডে তিনি প্রশ্ন করছেন—“তুমি কি ব্যস্ত? ব্যাচেলর থাকো না, ফ্যামিলি বাসায় থাকছো?” আরেকটি রেকর্ডে বলেন, “তোমার ফোন সাইলেন্টে রাখছো? আস্তে কথা বলো, ফোনটা সাইলেন্ট করো।”
এ ঘটনায় তিনি কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে কোতয়ালি থানা পুলিশের ওসি মো. আবুল হাসনাত খান জানান, তিনি ধর্ষণ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তবে ভুক্তভোগী নারী কোনো কোম্পানির ডিপো ইনচার্জ কিনা তা তিনি জানেন না।

যশোর জেলা প্রতিনিধিমোঃ  তারিক হাসান (রকি)


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স