ঢাকা | বঙ্গাব্দ |

সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ২৩ নেতা গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
দেশের তিন জেলায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে রংপুরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুরে আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার : রংপুরে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


তাঁদের মধ্যে মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য রেজাউল কবির টুটুলও রয়েছেন।
চট্টগ্রামে ছাত্রলীগের সাত কর্মী গ্রেপ্তার : চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন বড়পুল মোড় এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের কর্মীরা হলেন মো. ইব্রাহীম খলিল তুষার (২৪), আসিফ মাহবুব (২৪), নয়ন শীল (২৩), মো. সাগর (২৫), জাহিদুল ইসলাম (২২), মাসুদ হাওলাদার (৩০) ও মইন উদ্দিন (৩০)। গতকাল মঙ্গলবার বন্দর থানার ওসি আফতাব উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।


চট্টগ্রামে কবিরহাট উপজেলা আ. লীগের সভাপতি গ্রেপ্তার : নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কবিরহাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। কবিরহাট থানার ওসি মো. শাহিন মিয়া এসব তথ্য জানিয়েছেন।

অভয়নগরে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার : যশোরের অভয়নগরে আওয়ামী লীগের ৮২ জন নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে। এই মামলায় স্থানীয় আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স