ঢাকা | বঙ্গাব্দ |

সাবেক মার্কিন রাষ্ট্রদূত নয়, বাজার দর বিবেচনায় এলএনজি আমদানি হচ্ছে : অর্থ উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2025 ইং
ড. সালেহউদ্দিন আহমেদ ছবির ক্যাপশন: ড. সালেহউদ্দিন আহমেদ
ad728

আন্তর্জাতিক বাজার দর বিবেচনা করে এলএনজি আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘সাবেক মার্কিন কোনো রাষ্ট্রদূত কিংবা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বিবেচনায় নেওয়া হচ্ছে না।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিদ্যুৎ উপকেন্দ্র, এলএনজি ও সার আমদানির অনুমোদন হয়।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ‘বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে উন্নত মানের গম আমদানি করা হচ্ছে।


বাড়তি দামে আমদানি করলেও ভোক্তার ওপর প্রভাব পড়বে না।
তিনি বলেন, ‘সাবেক মার্কিন কোনো রাষ্ট্রদূত কিংবা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বিবেচনায় নেওয়া হচ্ছে না। সরকারের নেওয়া কিছু পদক্ষেপে, ফাঁকি দেওয়া ট্যাক্স উদ্ধার হচ্ছে। এছাড়া কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স