ঢাকা | বঙ্গাব্দ |

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাবি সাদা দলের শোক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষের মৃত্যু ও আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।

গতকাল সোমবার (২১ জুলাই) রাতে সংগঠনের আহ্বায়ক প্রফেসর ড. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. আব্দুস সালাম ও প্রফেসর ড. আবুল কালাম সরকার এক যৌথ শোকবার্তায় বলেন, ‘উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের অসংখ্য শিক্ষার্থীর মৃত্যু এবং দেড় শতাধিক আহতের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি।’

তারা আরো বলেন, ‘এই ঘটনায় সমগ্র জাতি শোকে স্তব্ধ।


আমরা নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ নিহতদের শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।’
সাদা দলের নেতারা নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন।


তারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সমাজের সব স্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স