ঢাকা | বঙ্গাব্দ |

বিমান দুর্ঘটনায় আহতদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত রোগীদের বিনা মূল্যে চিকিৎসা প্রদান করবে সরকার। দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় আহতদের যেন সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতেও সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।


এ ছাড়া কোনো হাসপাতাল যদি প্রয়োজনীয় চিকিৎসা দিতে ব্যর্থ হয় বা সক্ষম না হয়, সে ক্ষেত্রে রোগীদের দ্রুত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কিংবা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শও দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর সরকারের এই পদক্ষেপে আহতদের সুচিকিৎসা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

গতকাল সোমবার রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়ায় এ পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।


হতাহতদের বেশির ভাগই শিক্ষার্থী।

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স