ঝিনাইদহের মহেশপুর সামন্তা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী-পুরুষ, শিশুসহ ২৪ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৭ মে) রাত ৮টার দিকে ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গয়েশপুর, বাঘাডঙ্গা সামন্তা বিওপির টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করে ২৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। আটককৃতদের ১২ জন পুরুষ, সাতজন নারী এবং পাঁচজন শিশু।
তারা সবাই খুলনা, বরিশাল এবং নড়াইল জেলার বাসিন্দা।
অন্যদিকে গয়েশপুর বিওপি এলাকার উত্তর পাড়ার মাঠে আনিছুর রহমানের আম বাগানের ভেতরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আটক নারীদের যশোর জাস্টিন অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে।