ঢাকা | বঙ্গাব্দ |

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : May 5, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর গলায় গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। 

সোমবার (৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশে শাহ শিরিন সড়কে ওই শিক্ষার্থীর মেস থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম তৌকির হাসান আবিদ, তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়। 

আবিদের সহপাঠীরা জানান, দুপুরে দরজা বন্ধ পেয়ে ভেঙে ভেতরে গিয়ে তাকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।


খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হরিণটানা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর  ড. নাজমুস সাদাত বলেন, ঘটনার খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


এ ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

 হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই।


প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে। পরিবার ও প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এই ঘটনায় সহপাঠী ও বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স