ঢাকা | বঙ্গাব্দ |

যশোরে এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
ছবিঃ সবুজ বাংলাদেশ ছবির ক্যাপশন: ছবিঃ সবুজ বাংলাদেশ
ad728
মানববন্ধনে প্রায় অর্ধশত ভুক্তভোগী অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, ঢাকাভিত্তিক নিউ আরকে ট্রেডিং প্রতিষ্ঠানের মালিকপক্ষ ও সংশ্লিষ্ট এজেন্সি দালাল চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে আসছে। প্রতিষ্ঠানটি বিনিয়োগে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে অবৈধ সিন্ডিকেট গঠন করে মানুষকে ঠকিয়ে আসছে বলেও অভিযোগ ওঠে।
মানববন্ধনে নেতৃত্ব দেন মনির হোসেন। তিনি ও অন্যান্য বক্তারা বলেন, "নিউ আরকে ট্রেডিংয়ের প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের টাকা দ্রুত ফেরত দিতে হবে।"
বক্তারা আরও অভিযোগ করেন, প্রতারণার সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মিন্টু এবং মার্কেটিং ম্যানেজার তৌরিকুল ইসলাম শাকিল।
ভুক্তভোগীরা তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন:অবৈধ এজেন্সি ও দালাল চক্র বন্ধ করা, প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্তদের টাকা দ্রুত ফেরত প্রদান, দালাল সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং মিন্টু ও তার স্ত্রী বৃষ্টির রিমান্ড নিশ্চিত করা।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ লুট করে একটি চক্র অবৈধভাবে লাভবান হচ্ছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণই এখন সময়ের দাবি।

যশোর প্রতিনিধিঃ মোঃ তারিক হাসান (রকি)


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স