ঢাকা | বঙ্গাব্দ |

ছাত্রদলকে বাদ দিয়ে জুলাই বিপ্লবের ইতিহাস লেখার সুযোগ নেই : আমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2025 ইং
আমানুল্লাহ আমান ছবির ক্যাপশন: আমানুল্লাহ আমান
ad728
ছাত্রদলকে বাদ দিয়ে জুলাই বিপ্লবের ইতিহাস লেখার কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। তিনি বলেছেন, ১৬ জুলাই ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরাম লিখেছিলেন— চলে আসুন ষোলশহর। এই যে মহাকাব্যিক আহ্বান, যেদিন প্রথম হত্যাকাণ্ড হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে প্রথম দিন থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিনই ছাত্রদলের কোনো না কোনো একজন শাহাদাতবরণ করেছেন।


তাই ছাত্রদলকে বাদ দিয়ে জুলাই বিপ্লবের ইতিহাস লেখার কোনো সুযোগ নেই। যখন ওয়াসিম আকরাম শাহাদাতবরণ করল, সেদিন থেকে ছাত্রদলের সব স্তরের নেতাকর্মীরা ওপেন হয়ে গিয়েছি। 
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, দীর্ঘ দেড় দশক ধরে এ দেশে ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, ছাত্র বলেন, চাকরিজীবী বলেন, প্রত্যেক মানুষই তার স্ব-স্ব ক্ষেত্রে নিপীড়িত ছিলেন।


মানুষের কথা বলার স্বাধীনতা, বাকস্বাধীনতা, সেই জায়গা থেকে মানুষ যোজন যোজন দূরে ছিলেন। সেসব বিষয়ের যে পুঞ্জীভূত ক্ষোভ, গত বছরের জুলাইয়ে আমরা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখেছি। 
ছাত্রদলের এই নেতা বলেন, একটা পর্যায়ে আন্দোলনে প্রথম ছাত্ররা ছিল। ছাত্রদের সঙ্গে অভিভাবকরা যুক্ত হন।


সে অভিভাবকদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছিলেন। পাবলিক বিশ্ববিদ্যালয় যখন প্রায় ঝিমিয়ে পড়ছিল, ঠিক তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে আন্দোলনটি স্ফুলিঙ্গ থেকে দাবানল আকারে ছড়িয়ে গিয়েছে। 

তিনি বলেন, দীর্ঘ দেড় দশকে বাংলাদেশের সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে মজলুমদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। আমাদের ওপর যেই জুলুম, যে নির্যাতনের স্টিমরোলার চলেছিল, সেখান থেকে হাসিনার পতনের জন্য সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা, সবচেয়ে বেশি চেষ্টা আমাদের ছিল। এই চেষ্টার পরিপূর্ণতা এসেছিল জুলাইয়ে।

আমানুল্লাহ আমান আরো বলেন, আমরা যেহেতু ওই আন্দোলনটিতে আগে থেকেই ছিলাম যে হাসিনার পতন ঘটাতে হবে। সেখানে যখন এটি যুক্ত হয়েছে, প্রথমে অত্যন্ত সুকৌশলে আমরা এ আন্দোলনে আমাদের নেতাকর্মীদের পাঠিয়েছি। 

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স