বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেহেতু আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে, হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, তাই বাংলাদেশ সরকারকে চাপে ফেলার জন্য সীমান্তে পুশ-ইন শুরু করেছে ভারত।
মির্জা ফখরুল শুক্রবার রাতে (সাড়ে ১০টা) তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকায় জেলার আলেম-ওলামা ও ইমামদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এ সময় ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির সহসভাপতি নূর-এ শাহাদাৎ স্বজন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবর রহমান তুহিনসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল আরো বলেন, বাংলাদেশের যে পানির হিস্যা তা আমরা পাই না।
সীমান্তে গুলি করে হত্যা করা হচ্ছে, এমন ভয়াবহ অবস্থা থেকে আমরা বের হয়ে এসেছি। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে আলোচনায় নির্বাচনের সময় নির্ধারণ হয়েছে। কিন্তু নির্বাচন হলেই সব কাজ শেষ হবে না। সরকার গঠনের পর সেই সরকার যেন সঠিকভাবে কাজ করে সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
ভোট আমাদের পবিত্র আমানত, মানুষের কল্যাণে ও ইসলামের কল্যাণে যারা কাজ করবে, আমরা তাকেই ভোট দেব। শেখ মুজিবুর রহমানের হত্যার পর জিয়াউর রহমান যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন তিনিই প্রথম সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন করেছিলেন। তিনিই প্রথম আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস কথাটি দিয়েছিলেন।
মির্জা ফখরুল আরো বলেন, গত সরকারের সময় আলেম-ওলামাদের কোনো সহায়তা করা হয়নি।
বিএনপি সেই অবস্থা থেকে বের হয়ে আসতে চায়। আমরা ভিন্ন পথে রোজগারের কথা চিন্তা করতে পারি না। আমি ও আমার পরিবার সৎপথে থেকে চলতে চাই, শুধু রাজনীতি করতে গিয়ে আমাকে পৈতৃক সম্পত্তি বিক্রি করতে হয়েছে। যতটুকু কাজ করব তা যেন নিষ্ঠার সঙ্গে করতে পারি।
রাজনৈতিক ব্যক্তি ছাড়া অন্য কেউ জনগণের দুঃখ-কষ্ট বুঝবে না।
যে ব্যক্তিগুলো জনগণের সঙ্গে থেকে তাদের দুঃখ-কষ্ট বোঝে, তারা যদি নির্বাচিত হয়ে সংসদে যায়, তাহলেই তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করতে পারব। নির্বাচন যাতে সুষ্ঠু হয়, তাই সব রাজনৈতিক দলগুলো মিলে আমরা সেই দায়িত্ব নিয়েছি। এরই মধ্যে বাংলাদেশ ও ইসলামের শত্রুরা ইউটিউব ও ফেসবুকে বিভিন্ন রকম বিভাজন সৃষ্টি করেছে।
কখনো সুযোগ হলে অবশ্যই আমরা আলেম-ওলামাদের জন্য কিছু করার চেষ্টা করব।