ঢাকা | বঙ্গাব্দ |

মাদক ব্যবসায়ীদের গুলিতে আহত পুলিশের ২ সদস্য

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
ছবিঃ সংগৃহীত ছবির ক্যাপশন: ছবিঃ সংগৃহীত
ad728

রাজধানীর পল্টন এলাকায় মাদক ব্যবসায়ীদের ছোড়া গুলিতে ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। বুধবার (১৮ জুন) দিনগত রাতে এই ঘটনা ঘটে। 

তারা হলেন- এ এস আই মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন। পরে রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ। তিনি বলেন, গুলিবিদ্ধ আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ডিবি লালবাগ বিভাগ সিনিয়র (সহকারী) পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে পল্টনের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত পাশে রাস্তার ওপর একটি প্রাইভেট কারকে প্রতিরোধ করার চেষ্টা করলে ভেতর থেকে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়।

এতে এএসআই আতিক হাসান ও কনস্টেবল গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে দুজনকে ভর্তি করানো হয়। 

তিনি আরো জানান, এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাইভেট কারটি ডিবি হেফাজতে রয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স