ঢাকা | বঙ্গাব্দ |

সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করবেন কর্মচারীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
ছবিঃ সংগৃহীত ছবির ক্যাপশন: ছবিঃ সংগৃহীত
ad728

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশকে ‘কালো আইন’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা। 

এর আগে গতকাল বুধবার দুপুরের দিকে সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সচিবালয়ের ৬ নম্বর ভবনের কয়েকটি ফ্লোর প্রদক্ষিণ করে ভবনের নিচে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলটি সচিবালয়ের ৬ নম্বর ভবনের কয়েকটি ফ্লোর প্রদক্ষিণ করে ভবনের নিচে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে এ আন্দোলন হচ্ছে।

বিক্ষোভে কর্মচারীরা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে, সচিবালয় জেগেছে’—এসব স্লোগান দেন।

সমাবেশ থেকে বিক্ষোভকারীরা বলেন, আজকের (গতকাল) মধ্যে দাবি মেনে নিয়ে সংশোধিত অধ্যাদেশ বাতিল না করা হলে আগামী রবিবার থেকে লাগাতার ও কঠোর আন্দোলনের কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হবে।

সেই আন্দোলনে দেশের সব সরকারি কর্মচারীকে সম্পৃক্ত করে কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য দেন সরকারি কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, নেতা গোলাম রব্বানী প্রমুখ। সমাবেশ থেকে নুরুল ইসলাম আগামী দিনের কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমাদের দাবি আজকের মধ্যে মানা না হলে ২২ জুন থেকে সারা দেশের সরকারি কর্মচারীদের নিয়ে লাগাতার ও কঠোর কর্মসূচি শুরু করা হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে আবারও বিক্ষোভ সমাবেশ হবে।’

চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানো নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। এমন বিধান রেখে গত ২৫ মে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়।

এর আগে গত ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদন হয়। ২৪ মে থেকে কর্মকর্তা-কর্মচারীরা আইনটি প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সব সংগঠন সম্মিলিতভাবে আন্দোলন করে আসছে।

তারা এই অধ্যাদেশটিকে নিবর্তনমূলক ও কালো আইন হিসেবে আখ্যায়িত করছে।



নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স