ঢাকা | বঙ্গাব্দ |

নির্বাচনী প্রস্তুতি : ইসির সভা আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2025 ইং
ছবিঃ সংগৃহীত ছবির ক্যাপশন: ছবিঃ সংগৃহীত
ad728

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন কমিশনের সপ্তম কমিশন সভা। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এক বিজ্ঞপ্তিতে জানান, সভায় ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫’ এবং ‘জাতীয় সংসদে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ’ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করছে।

এরই অংশ হিসেবে এই সভাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স