ঢাকা | বঙ্গাব্দ |

হিলি সীমান্তে পতাকা বৈঠকে বাংলাদেশি কিশোরকে ফেরত দিল বিএসএফ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
ছবিঃ সংগৃহীত ছবির ক্যাপশন: ছবিঃ সংগৃহীত
ad728

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকের পর দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে আল আমিন হোসেন (১৬) নামে এক বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টায় সীমান্তের ২৮৫ নম্বর পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশোরকে ফেরত দেওয়া হয়। ফেরত আসা কিশোর আল আমিন হোসেন (১৬) হবিগঞ্জ জেলার সদর থানার কালিগাছতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

হিলিসিপি বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৫ জুন সিলেটের জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই কিশোর। গতকাল মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট হয়ে (ভারত হিলি) সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সীমান্তের পিলার ২৮৫/৫ এস হতে আনুমানিক ২০ গজ ভারত অভ্যন্তরে দক্ষিণপাড়া হিলি নামক স্থান হতে তাকে আটক করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা।

সূত্র আরো জানায়, পরে গতকাল মঙ্গলবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা আটক বাংলাদেশি নাগরিকে বিজিবির হাতে হস্তান্তর করেন।



নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স