ঢাকা | বঙ্গাব্দ |

ইরানের রাষ্ট্রীয় টিভিতে ইসরায়েলি হামলায় তিনজন নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2025 ইং
ছবিঃ বিবিসি নিউজ ছবির ক্যাপশন: ছবিঃ বিবিসি নিউজ
ad728
বোমা হামলার একদিন পর তেহরানে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সদর দপ্তরে ইসরায়েলের বিমান হামলায় তিনজন নিহত হয়েছে বলে সম্প্রচারকারী সংস্থাটি জানিয়েছে।

সোমবার "ইসরায়েলি হামলায় টিভি স্টেশনের তিনজন কর্মচারী নিহত এবং অন্যরা আহত হয়েছে", চ্যানেলটি জানিয়েছে।

সরাসরি সম্প্রচারিত টিভি উপস্থাপক সাহার ইমামি "মাতৃভূমির বিরুদ্ধে আগ্রাসনের" নিন্দা করেছেন যখন একটি বিস্ফোরণ ঘটে এবং ধোঁয়া ও ধ্বংসাবশেষ পর্দায় ভরে যায়। ফুটেজে তাকে স্টুডিও থেকে পালিয়ে যেতে দেখা যায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইসরায়েলকে "একটি জঘন্য কাজ" করার জন্য অভিযুক্ত করেছেন যা যুদ্ধাপরাধের সমন্বিত এবং "সাংবাদিক ও মিডিয়া কর্মীদের এক নম্বর হত্যাকারী"।

সূত্রঃ আল জাজিরা

নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স