ঢাকা | বঙ্গাব্দ |

তিস্তা মহাপরিকল্পনার রিয়েলিটি নেই : ড. আতিক মুজাহিদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন, তিস্তা মহাপরিকল্পনার রিয়েলিটি নেই। এটা একটা থ্রিডি মুভি বানিয়েছে আওয়ামী লীগ সরকার। দেখিয়েছে আমরা এটি করব, আসলে আল্টিমেটলি কিছুই হয়নি। এখানকার মানুষের (তিস্তাপাড়ের) সঙ্গেই বসে নাই।
মাঝে মাঝে পাওয়ার চায়নার লোক আসে সে যে প্রেজেন্টেশন দেয় এটার সাথে কোনো কানেকশন নাই। প্রেজেন্টেশনে সমস্যার কোনো সমাধান নাই।

গতকাল সোমবার (১৬ জুন) রাত ১০টায় রংপুরের গঙ্গাচড়ায় নদীর ভাঙন রোধ, চরাঞ্চল ও নদীপাড়ের বসতবাড়ি রক্ষার দাবিতে তিস্তা গণসমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। 

ড. আতিক মুজাহিদ বলেন, ‘নদীগুলোতে ২০১৬ সাল থেকে কোনো মাছ নাই।

নদীর ক্যান্সার হয়ে গেছে। মাঝে দিয়ে পানি না গিয়ে দুই সাইট দিয়ে যায়। নদীটাকে আগে খনন করেন। খনন করলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে।

এটি যদি করতে পারেন, তারপর যদি মনে করেন মহাপরিকল্পনা দরকার—তাহলে তাই করেন। যদি ছোট পরিকল্পনা করে মানুষগুলোকে বাঁচানো যায়, তাই করেন—কিন্তু আমাদের আর ঝুলাইয়েন না। এভাবে আমাদের আশা দেখাইয়েন না। নদীর পারের মানুষগুলোর যে কষ্ট হয় তা আমিও ফিল করি। ত্রাণ এখন মানুষ চায় না কর্মসংস্থান চায়।

তিনি আরো বলেন, ‘রংপুর বিভাগ হচ্ছে একটা বৈষম্য শিকারের বিভাগ। এতদিন আমাদের মুলা ঝুলানো হয়েছে। রংপুরের মানুষের বড় সমস্যা হচ্ছে নদী ভাঙন, চরাঞ্চলের মানুষের কষ্ট-দুর্দশা। সে জায়গা থেকে যেহেতু আমরা একটা জুলাই অভ্যুস্থানের গঠিত পার্টি এনসিপি। আমরা মনে করি এ মানুষগুলোর দুঃখগুলোকে দূর করা দরকার।’

এনসিপি নোহালী ইউনিয়ন শাখার আয়োজনে নোহালী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ। তিস্তা নদী রক্ষা কমিটির কেন্দ্রীয় সংসদ সভাপতি ফরিদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটি যুগ্ম-মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সদস্য রফিকুল ইসলাম কনক। এ সময় স্বর্ণপদকপ্রাপ্ত মৎস্য চাষী মাহফুজ শাহ, এনসিপি গঙ্গাচড়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী রিফাতুজ্জামান, যুগ্ম সমন্বয়কারী জাহানুর রহমান, জীবন মিয়া, সদস্য আব্দুল বাসেত প্রমুখ উপস্থিত ছিলেন।



নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স