ঢাকা | বঙ্গাব্দ |

ইরান কোথায় উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করছে এটাই এখন বড় প্রশ্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রাক্তন উপ পরিচালক জেনারেল ফর সেফগার্ডস অলি হেইনোনেন বলেছেন, ইসরায়েলের হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচির অবস্থান ঠিক কোথায় তা আমরা পুরোপুরি জানি না।

হেইনোনেন মনে করেন, ইসরায়েল সম্ভবত তেহরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে।

নাতাঞ্জ স্থাপনার পুনরুদ্ধারে "অন্তত কয়েক বছর সময় লাগবে", তিনি রেডিও ফোর-এর 'টুডে' প্রোগ্রামে বলেন।

তিনি আরও বলেন, "[ফোর্দো স্থাপনারও] একই অবস্থায়। ইসরায়েলের বোমা হামলার পর এটি খুবই খারাপ অবস্থায় আছে।"

কিন্তু প্রধান প্রশ্ন এখনও রয়ে গেছে, হেইনোনেন জানিয়েছেন, ইরান তাদের ৪০০ কিলোগ্রামের বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় সংরক্ষণ করছে।

তিনি বলেন, "যদি তাদের কোন গোপন আস্তানা থাকে, যা খুব বড় হতে হবে এমনটা না... এবং তারা গোপনে পারমানবিক অস্ত্র বানানোর মতো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে যেখানে আইএইএ-এর নজরদারি নেই, তাহলে আমাদের বড় সমস্যা হয়ে যাবে।"

সূত্রঃ বিবিসি বাংলা নিউজ


নিউজটি আপডেট করেছেন : Talha


কমেন্ট বক্স