ইরাক-ইরান যুদ্ধের পর গেলো শুক্রবার সকালে সবচেয়ে মারাত্মক বিদেশী আক্রমণের শিকার হয়েছে ইরান। ইসরায়েলের চালানো ওই হামলায় ইরানের শীর্ষ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়েছে।
নিহতদের মধ্যে ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার গোলামালি রশিদ এবং আইআরজিসির এরোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদেহ।
ইসরায়েলি হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি তার প্রথম বার্তায় জোর দিয়ে বলেন যে, হামলায় 'কয়েকজন কমান্ডার' নিহত হওয়ার পর, 'তাদের উত্তরসূরি এবং সহকর্মীরা অবিলম্বে তাদের দায়িত্ব পালন করবেন'।
কয়েক ঘন্টা পরে, তিনি তিনটি নিয়োগ ডিক্রি জারি করেন, পূর্ববর্তী কমান্ডারদের স্থলাভিষিক্ত করে তিন জেনারেলকে নিয়োগ করেন।
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুর রহিম মুসাভিকে সশস্ত্র বাহিনীর প্রধান নিযুক্ত করেন।
সূত্রঃ বিবিসি বাংলা নিউজ