ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। উভয় দেশের নেতারা পরস্পরের বিরুদ্ধে আরও হামলার বিষয়ে সতর্ক করেছেন।
ইসরায়েলকে লক্ষ্য করে রাতে আরও ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে ইরান। হাইফা, তেল আবিব ও জেরুসালেম লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্রের বহর ছুঁড়েছে।
ইসরায়েল বলছে এসব হামলা ঠেকানাের জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
অন্যদিকে, রবিবারের হামলায় ইরানের ইসলামি রেভ্যুলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান নিহত হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার থেকে এখন পর্যন্ত ২২৪ জনের মৃত্যুর খবর দিয়েছে।
সূত্র ঃ বিবিসি বাংলা নিউজ